Parts of Sentence. A sentence is the largest and a basic unit of a language. It expresses a complete thought. To express this complete idea, it follows the grammatical rules of syntax. A complete sentence has at least a subject and the main verb. It may have some other parts as well. These parts are known as elements of the sentence.
Elements of Sentence
বাক্য হচ্ছে ভাষার সবচেয়ে বড় ও মৌলিক (Unit) একক। এটা একটা পরিপূর্ণ ধারণা প্রকাশ করে। এই সম্পূর্ণ ধারণা প্রকাশ করতে এটা বাক্যরীতি (Syntax) – এর নিয়মসমূহ অনুসরণ করে। একটা পরিপূর্ণ বাক্য কমপক্ষে একটি Subject ও একটি Main Verb থাকে। এর অন্যান্য অংশও থাকতে পারে। এই অংশগুলোকে Elements of Sentence বা বাক্যর উপাদান বলে।
Parts of Sentence – বাক্যর অংশ
বাক্য এর পাঁচটি উপাদান রয়েছে। এই উপাদানগুলো হচ্ছে Subject, Verb, Object, Complement and Adverbial. এই উপাদানগুলোর মধ্যে দুটো উপাদান হচ্ছে Compulsory (আবশ্যকীয়)। এগুলো হচ্ছে Subject and Verb. অন্য তিনটি উপাদান হচ্ছে Optional (ঐচ্ছিক)। ঐচ্ছিক উপাদানগুলো হচ্ছে Object, Complement and Adverbial.
Sentence-এর দুটি অংশ
- Subject
- Predicate
Subject: কোন বাক্য বা বাক্য যার সম্পর্কে কিছু বলা হয় তাকে Subject বা উদ্দেশ্য বলে। The part which names the person or thing spoken about is called the subject of the sentence.
উধাহরনঃ
Alam reads a book. (আলম একটি বই পড়ে)
Shafiq goes to school. (সাফিক স্কুলে যায়)
উপরের প্রথম বাক্যটি দিয়ে যদি প্রশ্ন করা হয়, কে পড়ে? এর উত্তর হবে – Alam এবং দ্বিতীয় বাক্যটি দিয়ে যদি প্রশ্ন করা হয়, কে স্কুলে যায়? এর উত্তর হবে – Shafiq. অতএব এখানে Alam and Shafiq হচ্ছে Subject. কারণ, Alam and Shafiq কে উদ্দেশ্য করেই কিছু বলা হয়েছে।
Predicate: কোন Sentence-এ Subject সম্পর্কে যা কিছু বলা হয় তাকে Predicate বা বিধেয় বলে। The part which tells something about the subject is called the Predicate of the sentence.
উধাহরনঃ
Arham reads a novel. (আরহাম একটি উপন্যাস পড়ে)
Nafisa is my sister. (নাফিছা আমার বোন)
আবার উপরের প্রথম বাক্যটি দিয়ে যদি প্রশ্ন করা হয়, Arham কি করে? এর উত্তর হবে reads a novel, অতএব, reads a novel অংশটি Predicate. কারণ, Arham কি করে তা এখানে পাওয়া গেছে। অনুরুপভাবে দ্বিতীয় Sentence এ is my sister দ্বারা Nafisa সম্পর্কে বলা হয়েছে। সুতরাং is my sister হল Predicate.
নিচের ছকে Sentence এর Subject ও Predicate অংশ পৃথক করে দেখানো হলঃ
Sentence | Subject | Predicate |
The man walks slowly | The man | walks slowly |
Mr. Hasan teaches us English | Mr. Hasan | teaches us English |
Nafisa goes to Dhaka | Nafisa | goes to Dhaka |
Meem broke the plate | Meem | broke the plate |
Shafiq has done the work | Shafiq | has done the work |
Adiba is reading a newspaper | Adiba | is reading a newspaper |
Get all the updates of Parts of Sentence, Definition of Sentence and Kind of Sentence here on our site. Please, stay connected with us and get all the updates right on time. Thanks for your stay here.
1 Comment
Add a Comment