Any of the forms of a verb that show the time, continuance, or completion of an action or state that is expressed by the verb is called tense. অর্থাৎ, Verb এর কাজ সম্পন্ন হওয়ার সময় বা কালকে Tense বলে।
Definition of Tense
Tense অর্থ কাল। Tense কে ইংরেজি ভাষার প্রাণ Soul of English Language বলা হয়। বাক্য গঠন, পরিবর্তন সব ক্ষেত্রই Tense এর প্রয়োজন অনিশিকার্য।
The tense is the change of form ina verb to express the time of an action. অর্থাৎ, কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
Examples:
- I eat rice. (Present)
- I ate rice. (Past)
- I will eat rice. (Future)
এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।
Types of Tense
Tense প্রধানত তিন প্রকারঃ
- Present Tense
- Past Tense
- Future Tense
Definition of Present Tense: When a verb refers to the present time, is called a present tense. অর্থাৎ, কোন Verb বর্তমান সময়কে নির্দেশ করলে তাকে Present Tense বলা হয়।
Examples: I like chocolate. I am writing a poem now.
Definition of Past Tense: When a verb refers to past time, is called the past tense. অর্থাৎ, কোন Verb অতীত সময়কে নির্দেশ করলে তাকে Past Tense বলা হয়।
Examples: I jumped into the lake. I was writing a poem when you met me yesterday.
Definition of Future Tense: When a verb refers to a future time, is called the future tense. অর্থাৎ, কোন Verb ভবিষ্যৎ সময়কে নির্দেশ করলে তাকে Future Tense বলা হয়।
Examples: We will celebrate our anniversary by flying to New York. I will be writing a poem tonight.
কাজের সময়কে আরো clearly বোঝানোর জন্য প্রত্যেক প্রকার Tense-কে আবার চার ভাগে ভাগ করা হয়। And all of these tenses are differentiated into the following four categories:
- Indefinite Tense
- Continuous Tense
- Perfect Tense
- Perfect Continuous Tense